মোহাম্মদ মুরাদ হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে পথনৃত্যসভা ‘স্ট্রিট ডান্স’। জমকালো এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোট।
১০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ পথনৃত্যসভা উৎসর্গ করা হয় বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের।
কৃষি অনুষদের নবীন শিক্ষার্থী প্রান্ত বলেন, “বিশ্ববিদ্যালয়ে পা রাখার শুরুতেই এমন একটি উৎসবমুখর আয়োজনে আমন্ত্রণ পেয়ে আমরা আনন্দিত।”
অনুষ্ঠান দেখতে এসে অনুভূতি ব্যক্ত করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী আকাশ বলেন, “বর্ণিল এই আয়োজনটি ক্যাম্পাসের প্রথমদিককার দিনগুলোকে স্মরণীয় করে তুলেছে। পুরো আয়োজন জুড়ে ছিল বড় ভাই–আপুদের অসাধারণ সব নাচের পরিবেশনা, যা সকল দর্শকের নজর কেড়েছে। এ ধরনের আয়োজন দেখতে পেরে আমি দারুণ আনন্দিত!”
সংগঠনটির সাধারণ সম্পাদক সিফাত আদ-দ্বীন বলেন, “স্ট্রিট ডান্স ৫.০—তারুণ্যের ভাবনা, সাহসিকতা ও শিল্পচেতনার এক সম্মিলিত অভিব্যক্তি। এর মাধ্যমে সৃজনশীলতা, শৃঙ্খলা ও সৌন্দর্যবোধ বিকশিত হবে। আমরা বিশ্বাস করি, সংস্কৃতি তখনই অর্থবহ হয়, যখন তাতে মূল্যবোধ ও দায়বদ্ধতা বজায় থাকে। এমন একটি প্রাণবন্ত আয়োজন তরুণদের মধ্যে ঐক্য, শিল্পচর্চা ও সমাজের প্রতি দায়বদ্ধতা জাগিয়ে তুলবে।”
সংগঠনের সভাপতি ইমাম মেহেদী মহান বলেন, “সংস্কৃতিচর্চা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। শিল্পচর্চা পারে সমাজে আলোর সঞ্চার করতে, বিভাজনের জায়গাগুলোতে মানবিকতার পরশ ফিরিয়ে আনতে। প্রতিষ্ঠালগ্ন থেকেই অর্ক সুস্থ ধারার বাংলা সংস্কৃতির চর্চায় নিবেদিত। এই আয়োজনের মাধ্যমে আমরা চেয়েছি তরুণ প্রজন্মের শিল্পবোধ ও উচ্ছ্বাসকে ছন্দ, রঙ এবং নৃত্য-আন্দোলনের মাধ্যমে একটি উন্মুক্ত ও ইতিবাচক মঞ্চে তুলে ধরতে।”
উল্লেখ্য, অর্ক সাংস্কৃতিক জোটের এটি একটি বার্ষিক সিগনেচার ইভেন্ট, যা মূলত শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে প্রতিবছর আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানেও পরিবেশিত হয় একাধিক নৃত্য পরিবেশনা।
একে