মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দীর্ঘ ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে দু'টি ট্রাকে ১০ টন ৫২০ কেজি কাঁচামরিচ আমদানি করে সততা বানিজ্যালয় ও এনপি ইন্টারন্যাশনাল নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান।
ভারতের ইসলামপুর থেকে দুইজন আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচ গুলো দেশে আমদানি করে।
আমদানিকারকরা বলছেন, হঠাৎ করেই দেশের বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। ফলে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারত থেকে আমদানি করা হচ্ছে।
আমদানিকারক প্রতিনিধি রাশেদুল ইসলাম বলেন, এতে করে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। দাম বাড়তে থাকলে কাঁচামরিচ আমদানির পরিমাণ আরও বাড়বে বলেও জানান বন্দরের ব্যবসায়ীরা।
বর্তমানে হিলি বাজারে প্রতি কেজি কাঁচামরিচের বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে।
এমআই