মোহাম্মদ মুরাদ হোসেন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অতি পরিচিত স্থানের নাম 'রিমা চত্বর'। নামটি সবার মুখে মুখে থাকলেও এর নামকরণের ঘটনা এখনো অজানা বর্তমান সময়ের বেশিরভাগ শিক্ষার্থীর। পাশাপাশি রয়েছে মতপার্থক্য।
ঘটনা- শুক্রবার (৪ মার্চ ২০১৬) সন্ধ্যা সাড়ে ৭ টা ; অটোরিকশায় চড়ে ক্যাম্পাসে আসার পথে দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়কের চেহেলগাজী নামক স্থানে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন হাবিপ্রবির শিক্ষার্থী রহিমা আক্তার রিমা। ট্রাকচালকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা টানা কয়েকদিন আন্দোলন করে। পরবর্তীতে ওই সময় প্রশাসন রিমা চত্বর নামক এই স্থানে সুন্দর করে বসার জায়গা তৈরি করে। পাশাপাশি কয়েকটি ফুসকা ও চটপটির দোকানও বসে এখানে। এখানে শিক্ষার্থীদের আনাগোনা বাড়তে থাকে, পরে শিক্ষার্থীদের মুখে মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মাধ্যমে এই স্থানের নাম হয়ে যায় রিমা চত্বর।
সেদিনের ওই দুর্ঘটনায় তার সহপাঠী সজীব আহত হন। তাৎক্ষণিক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রিমা ও সজীব ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রিমার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারীতে। সজীবের বাড়ি ঢাকায়। ওইদিন রাত ২ টায় যথাযথ কার্যাদি সম্পন্ন করে রিমার মরদেহ পরিবারের (মামার) কাছে হস্তান্তর করা হয়।
একইদিন সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আব্দুর রহমান টিটু (৩৫) । বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে তিনি নিহত হন। বাসটি পিকনিক থেকে ফিরছিল। সন্ধ্যার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন সড়কে গাড়ির প্রচন্ড ঝাঁকুনির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
এর প্রেক্ষিতে ৬ মার্চ নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এমআই