মো. সারওয়ার হোসেন, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন "সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)" এর উদ্যেগে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আইনভিত্তিক প্রতিযোগিতা ' এসসিএসএস ন্যাশনাল ল' অলিম্পিয়াড ২০২৫।'
শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এ কে খান আইন অনুষদের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী আইনভিত্তিক এ প্রতিযোগীতার প্রথম দিনের সেশন অনুষ্ঠিত হয়।
এসসিএলএস এর সিনিয়র সদস্য লামিয়া তাজ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা নবী।
২ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক এ প্রতিযোগিতায় ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি টিম অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা ৫টি ধাপে অনুষ্ঠিত হয়। ধাপগুলো হলো পিক্টোরিয়াল প্লী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম অ্যাসেম্বলি রাউন্ড ও সিম্পোজিয়াম রাউন্ড।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, “পরিবেশের অধিকারের সাথে আমাদের জীবনের অধিকার ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ বিপন্ন হলে জীবনও বিপন্ন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ আন্দোলন চললেও এখন আমাদের দরকার সম্মিলিত উদ্যোগ। পরিবেশ বাঁচানো, নদী রক্ষা, বায়ু দূষণ হ্রাস এবং পরিবেশ দূষণজনিত অস্বাভাবিক মৃত্যুহার কমানো—এই বিষয়গুলোতে আমাদের সবারই অগ্রাধিকার দেওয়া উচিত।
এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট জনাব এহসানুল করিম একটি স্পর্শকাতর বাস্তবতা তুলে বলেন, "বর্তমানে সবকিছুই প্লাস্টিকময় হয়ে গেছে, এমনকি আমাদের হাসিও। কারণ আমরা এখন আর ন্যাচারালি হাসতে পারি না"।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ জনাব মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা নুরুল ইসলাম, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন মিস ফেরদৌস আরা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব মো. আহসানুল করিম।