মো: এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামকে সুন্দর করে গড়ার লক্ষ্যে মাদক বিরোধী মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে শুক্রবার বিকেলে আয়োজিত মানববন্ধনে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
মাওঃ মাসুদুল হকের সভাপতিত্বে ও মোঃ আমানউল্লাহ'র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ মোতাহের হোসেন মোল্লা, সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম মানিক, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম, বিজিবি আনন্দপুর বিওপি নায়েব সুবেদার মো: হালিম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সি: সহ-সভাপতি মো: এমদাদ উল্লাহ, সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, কুলিয়ারা গ্রামের সমাজসেবক ও রাজনীতিবিদ ইসমাইল মজুমদার, সমাজসেবক পেয়ার আহমদ, প্রবাসী জহিরুল ইসলাম শাহীন, এডভোকেট ফেরদৌস আলম দুলাল, চিওড়া ইউনিয়ন যুব বিভাগ সভাপতি সাইয়েদ রেজাউল করিম, লুদিয়ারা গ্রামের সমাজসেবক রেজাউল করিম মিন্টু, কালিকসার গ্রামের সমাজসেবক ইকবাল হোসেন, কনকাপৈত ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মু. নুরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম মিন্টু, মো. রাজিব, যুবনেতা কামরুল, দিদার, অপু, সমাজ সেবক জয়নাল আবেদীন, ব্যাংকার মাহমুদুল হাসান, মু. ইয়াছিন ভূঁইয়া, সারপটির মোবারক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
একে