মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাব্বি হোসেন নামের মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালায় ও তাদের বিচার দাবী করেন।
শনিবার বিকেলে হিলির দক্ষিণ বাসুদেবপুরের মালেপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত বাবলু হোসেন হিলির চুরিপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে।
নিহত বাবুলুর ৭বছরের এক মেয়ে ও ৫বছরের এক শিশু সন্তান রয়েছে।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ জানায়,গতকাল শুক্রবার মালেপাড়া গ্রামের রাব্বি হোসেন একটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাড়িতে তালা মেরে বেড়িয়ে যান। এই সুযোগে দুপুরের দিকে কে বা কাহারা সেই রাব্বির বাড়িতে ঢুকে স্বর্ণের গহনা, নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। পরে রাব্বি বাড়িতে এসে চুরির ঘটনা জানতে পেরে বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির সাথে সম্পৃক্ত বিজয় কর্মকার নামের একজনকে সনাক্ত করে। পরে তার দেয়া তথ্য মতে চুরিপট্টি এলাকা থেকে বাবলুকে রাব্বি ধরে বাড়িতে এনে বেদম মারধর করে। মারধরে একপর্যায়ে বাবলু মারা যায়। এদিকে বাবলুর নিহতের খবর তার পরিবারসহ স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে লোকজন উত্তেজিত হয়ে রাব্বির বাড়িতে হামলা চালায় ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
হাকিমপুর থানা পুলিশের এস আই অচিন কুমার জানায়, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত বাবলুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। এঘটনায় একজনকে আটক ও আরেকজনকে উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।