আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের গুজরাটের আহমেদাবাদে মাসখানেক আগে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি যাত্রীবাহী বিমান ভেঙে ২৬০ জনের মৃত্যু হয়েছিল। এবার একই ধরনের ঘটনা ঘটেছে লন্ডনে। বিমানটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় এবং বিস্ফোরণ ঘটে। তবে এই বিমানটি আকারে ছোট। মাত্র ১২ মিটার। এর যাত্রীসংখ্যাও হাতেগোনা কয়েকজন।
স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেলে লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
বিমানে ওই সময় কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনার ছবি-ভিডিও ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ১২ মিটার দৈর্ঘে্যর এই বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং দুজন বিমানকর্মী বসতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি নেদারল্যান্ড যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের গোলার মতো জ্বলে ওঠে বিমানটি।
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, সেন্ট্রাল লন্ডন থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সাউথএন্ড বিমানবন্দর। এই দুর্ঘটনার পর অন্তত চারটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরের ওয়েবসাইটে।
এসেক্স পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, তারা রোববার বিকেল ৪টের ঠিক আগে সাউথএন্ড বিমানবন্দরে একটি ১২ মিটার লম্বা বিমানের সংঘর্ষের খবর পেয়েছেন।
এর আগে গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়ে।
এমআই