ঢামেক প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মো. মাসুদ।
নিহত সঞ্জয় বাড়াইক নৃবিজ্ঞানের বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে সঞ্জয় হলের ছাদে যান। সেখানে তিনি প্রায় দেড় ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। এক পর্যায়ে ভোর ৫টা ৩৬ মিনিটের দিকে ছাদ থেকে পড়ে যান।
এর আগে সোমবার রাত ১২টা ৮ মিনিটে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।
ওই পোস্টে সঞ্জয় লিখেছেন, 'আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।'
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, 'সকালে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা কাজে আসেন। পরিচ্ছন্নতার কাজ করতে এসে এক পরিচ্ছন্নতাকর্মী বিকট শব্দ পেলে এগিয়ে গিয়ে দেখেন এক ছাত্র পড়ে রয়েছে। পরে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'
এমআই