প্রযুক্তি ডেস্ক:
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় দুই সপ্তাহ সময় কাটানোর পর আজ সোমবার অ্যাক্সিওম মিশন–৪ অভিযানে অংশ নেওয়া নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরছে স্পেসএক্স ড্রাগন মহাকাশযান। চার জন নভোচারীকে নিয়ে মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে আজ বেলা ২টা ৩০ মিনিটি যাত্রা শুরু করবে। মহাকাশ নিয়ে আগ্রহী ব্যক্তিদের জন্য স্পেসএক্স ড্রাগন মহাকাশযানটির যাত্রা শুরুর ভিডিও সরাসরি অনলাইনে সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার তথ্যমতে, অ্যাক্সিওম মিশনের নেতৃত্ব দিচ্ছেন নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন। তিনি অ্যাক্সিওম স্পেস মহাকাশযানের বর্তমান পরিচালক। তার সঙ্গে রয়েছেন ভারতের নভোচারী শুভাংশু শুক্লা, পোল্যান্ডের নভোচারী স্লাওস উজনানস্কি-উইশনিউস্কি ও হাঙ্গেরির নভোচারী টিবর কাপু। ফেরত আসা ড্রাগন ক্যাপসুলে ৫৮০ পাউন্ডেরও বেশি মালামাল থাকবে। মহাযানটিতে মিশনের সময় পরিচালিত ৬০টির বেশি পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র রয়েছে।
অ্যাক্সিওম–৪ মিশনটি নাসার পৃথিবীর নিম্ন কক্ষপথের বিভিন্ন বিষয় জানার একটি মিশন। নাসা এই অভিযানের মাধ্যমে পাঁচটি যৌথ বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেছে। এই অভিযানের মাধ্যমে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরি প্রথমবারের মতো আইএসএসে নভোচারী পাঠিয়েছে। এই
লিংক থেকে মহাকাশযানটির যাত্রা শুরুর দৃশ্যসহ পৃথিবীতে অবতরণের দৃশ্য দেখা যাবে।
এমআই