ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ছবি অবমাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জিয়া পরিষদ ও ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় (আলাইপুর) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান১ সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জিয়া পরিষদের জেলা সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল আসাদ বিন আবু সাঈদ, নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মালেক, নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন এবং ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও সাংগঠনিক সম্পাদক চমক হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা করছে। শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে মব তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে। বক্তারা শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং এসব অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানান।
একে