এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতৃবৃন্দের উপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।
বুধবার বিকেলে যশোর- খুলনা-ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন । এ সময় দুই দিকে শত শত দর পাল্লার যানবাহন আটকা পড়ে।
ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, লোকাল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থল এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এছাড়াও গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে ফরিদপুরের এনসিপির নেতাকর্মীরা শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে হামলার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
এমআই