নিজস্ব প্রতিবেদক:
বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ কার্তিক মাসের ১৮ তারিখ। ইংরেজি মাস নভেম্বরের শুরু। সাধারণত এ সময়ের মধ্যে দেশে শীতের আমেজ বিরাজ করে। উত্তরের কিছু এলাকায় হালকা শীত এলেও ঢাকায় এখনো শীতের ছোঁয়া লাগেনি। তবে দুই দিন আগের বৃষ্টিতে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে।
এমন অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, শীত আসতে আর বেশি দিন নয়। ১০ নভেম্বরের পর থেকেই শীতের আগমন ঘটতে পারে। এরপর ধীরে ধীরে মাসের শেষ নাগাদ সারাদেশেই জেঁকে বসবে শীত। এবারের মৌসুমে দেশজুড়ে একের পর এক শৈত্যপ্রবাহ বয়ে গিয়ে কাঁপন ধরাতে পারে সর্বত্র।
সরকারি সংস্থাটি জানিয়েছে, চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফলে ডিসেম্বরে শীতের তীব্রতা চরমে উঠবে। এই সময়টিতেই সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (২ নভেম্বর) প্রকাশিত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, এ সময় দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত ২টি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। এসবের একটি বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আগামী তিন মাস ভোর থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিম, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে। এর ফলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
মমিনুল ইসলাম আরও জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি উত্তরপশ্চিম, উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও সামগ্রিকভাবে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
মেঘলা ঢাকার আকাশ
দুই দিন আগের বৃষ্টির পর রাজধানী ঢাকায় কিছুটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। সোমবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা রয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
শীত জেঁকে বসার পর প্রতি বছর এভাবেই ঘন কুয়াশায় ঢেকে থাকে পথঘাট।
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।
এমআই