চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘দুষণমুক্ত পরিবেশ গড়ি, গাছ লাগিয়ে সবুজ পৃথিবী ভরি’ এ স্লোগানকে ধারণ করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন এর উদ্যোগে সাকছি সৈয়দ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, সাকছি প্রাথমিক বিদ্যালয়, হস্তিমৃতা মাদরাসা ও হস্তিমৃতা জামে মসজিদ এলাকায় গাছের চারা রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার সাকছি সৈয়দ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার।
চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা ও জাহাঙ্গীর হোসেন সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে আজাদ রাসেল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, পাচঁরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, উপদেষ্টা নবী উল্লাহ, আবুল হাশেমসহ চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক, মডারেটর ও সদস্যবৃন্দ।
পরে স্বেচ্ছাসেবকরা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ এলাকায় গাছের চারা রোপন করেন।