বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে প্রবেশের দায়ে সাত জেলে আটক

বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে প্রবেশের দায়ে সাত জেলে আটক

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে সাত জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। পশ্চিম সুন্দরবনের কাঠেশ্বর ও খোবরাখালী খাল থেকে বুধবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

এসময় আটককৃত জেলেদের নিকট থেকে প্রায় ছয়শ কেজি কাঁকড়াসহ একশ কেজিরও বেশী মাছ উদ্ধার করা হয়। এছাড়া কাঁকড়া পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রলার, দুটি নৌকা, মাছ ও কাঁকড়া শিকারের জালসহ বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করে বনকর্মীরা।

আটক জেলেরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে ইয়াকুব আলী সরদার (৬০), মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে কামরুল ইসলাম গাজী (৪২) ও মহাব্বত আলী (২৮), একই এলাকার আরশাদ মিস্ত্রির ছলে মুজিবর রহমান মিস্ত্রি (৫২), আব্দুল বারীর ছেলে জামাল উদ্দিন গাজী (৩৫), আব্দুল মাজেদের ছেলে তৌহিদ হোসেন (৩৮) ও ইলয়াস হোসেন গাজীর ছেলে শিমুল হোসেন(৩৫)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ফজলুল হক জানান, এখন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু মানুষ বনকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বনে যেয়ে মাছ বা কাঁকড়া ধরার চেষ্টা করে। নিয়মিত টহলে থাকায় বনকর্মীরা পৃথক অভিযানে সাত জেলেকে আটক করে। এসময় কাঁকড়া বহনকাজে জড়িত একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার)সহ দু’টি নৌকা আটক করা হয়।

এসময় তিনটি নৌযান থেকে আটক সাতজনকে বন আইনের পৃথক দুটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করার পাশাপাশি মাছগুলো বিনষ্ট করা হয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল