নিজস্ব প্রতিবেদক:
সংঘর্ষের জেরে উত্তপ্ত গোপালগঞ্জে সরকারের জারিকৃত কারফিউয়ের সময় আরও বাড়ানো হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত বহাল থাকবে এই অবস্থা। এরপর তিন ঘণ্টা শিথিল থাকার পর দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বহাল থাকবে কারফিউ।
শুধু তাই নয়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরে ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা করে সরকার। এদিন রাত ৮টা থেকে শুরু হয় কারফিউ। চলে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত। সেই সময়সীমা শেষ হওয়ার পরই আরও বাড়ানো হলো কারফিউয়ের সময়।
এখন কেমন পরিস্থিতি গোপালগঞ্জের?
কারফিউয়ের কারণে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরের আলো ফোটার পরও শহরে মানুষের কোনো কর্মচাঞ্চল্য দেখা যায়নি। গোটা শহর ছিল একেবারেই শান্ত।
সারাদিনই বন্ধ ছিল গোপালগঞ্জ শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। হাট-বাজার ছিল জনমানবহীন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি।
পুরো শহরে খুব বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখা যায়নি। তবে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে নিরাপত্তা জোরদার রয়েছে এখনো। কারণ, বুধবার বিকেলে এই কারাগারেও হামলা হয়েছিল।
এদিন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় টহল জোরদার করে এবং জনসাধারণকে বাড়ির বাইরে না আসার অনুরোধ জানিয়ে মাইকিং করে।
গোপালগঞ্জ শহরে লোকজনের চলাচল ছিল সীমিত, দুই-একটি রিকশা চলাচল করলেও বেশিরভাগ এলাকা ছিল নিস্তব্ধ ও থমথমে।
এমআই