শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ঢাকার পথে চৌদ্দগ্রাম জামায়াতের ১০ হাজার নেতাকর্মী

শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
ঢাকার পথে চৌদ্দগ্রাম জামায়াতের ১০ হাজার নেতাকর্মী

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুথানের সংঘটিত গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকার সরোওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের দশ হাজার জামায়াত-শিবির নেতাকর্মী যাত্রা করেছে। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।

জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে জামায়াত ৭ দফা দাবি জানিয়ে আসছিল। 

দাবিগুলো হলো; নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, নির্বাচনের আগে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার নিশ্চিত, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুলাই আহতদের চিকিৎসা, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ।

দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ, বিশ^ব্যাপী ম্যাসেজ দিতে ও জনগণের কাছে পোঁছাতে জামায়াত ঢাকার সরোওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দেয়। সমাবেশ সফল করতে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার লাগানো হয়েছে উপজেলার সর্বত্র। এছাড়া সমাবেশে উপস্থিত হতে সোস্যাল মিডিয়ায় দাওয়াতী কাজ চলমান রেখেছে নেতাকর্মীরা।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন শুক্রবার বিকেলে বলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ তাহেরের নির্দেশে ঢাকায় সমাবেশের উদ্দেশ্যে ১২০টি হাইয়েস মাইক্রোবাস ও ৮০টি বাস ছাড়াও ব্যক্তিগত প্রাইভেটারে করে নেতাকর্মীরা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে অনেকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছেন।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল