ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ট্রাক চাপায় দশম শ্রেণি পড়ুয়া ছাত্র লাম হোসেন অপু (১৬ ) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত অপু (১৬) শহরের বড় হরিশপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং একই মহল্লার ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ছয়টার দিকে শহরের চাকরামপুর এলাকায় আর এস টি ইউনিভার্সিটির সামনে মোটরসাইকেল এবং পূণ্যবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লাম হোসেন অপু মারা যায়।
অপরদিকে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন।
নাটোর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া লালপুরে ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মায়া (৬০) নামের এক নারী। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত মনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া তাঁর জামাইবাড়ি থেকে আব্দুলপুর রেলস্টেশনে আসেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে চড়ার জন্য। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে। ট্রেন আসার মুহূর্তে তাঁরা রেললাইন পার হচ্ছিলেন। ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পিছিয়ে পড়েন। ঠিক তখনই স্টেশনে ঢুকে পড়ে ট্রেনটি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহটি দ্বিখণ্ডিত হয়ে যায়।
এবিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই