সোমবার, ২১ জুলাই ২০২৫

সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শনিবার, জুলাই ১৯, ২০২৫
সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ইবি শিক্ষার্থীদের  অবস্থান কর্মসূচি

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় হাজারখানেক শিক্ষার্থী সেখানে উপস্থিতি রয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করছে। এসময় তারা ৭দফা দাবি পেশ করেছে।

অবস্থান কর্মসূচিতে তাদেরকে “ ‘তুমি কে আমি কে?, সাজিদ-সাজিদ’, ‘প্রশাসন ভুয়া’, ‘আমার ভাই কবরে, প্রশাসন ঘুমিয়ে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘ দালালী না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘ আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘ প্রশাসনের দুই গালে, জুতা মারো তালে তালে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যাচ্ছে।

এসময় শিক্ষার্থীরা বলেন,  “  প্রশাসনের কাজ ই যেন সবকিছুতে তালবাহান করা। তারা এখন আমাদের ভাই সাজিদের মৃত্যু নিয়েও তালবাহানা করা শুরু করে দিয়েছে। তারা তদন্ত রিপোর্টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে বলতেছে। আমরা এসব মেনে নিব না। একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা অথর্ব হলে একটা ছাত্রের জানাজায় ভিসি, প্রো-ভিসি কেউ ই উপস্থিত থাকে না। এমনকি আমার ভাইয়ের লাশ পাওয়ার পর প্রক্টরিয়াল বডি সেখানা ২ঘন্টা পর সেখানে উপস্থিত হয়েছে। এমন প্রশাসন আমাদের প্রয়োজন নেই।

তারা আরও বলেন, প্রশাসনের কাছে দাবি উত্থাপন করলেই তারা বলেন যে বাজেট নাই। প্রশ্ন হচ্ছে বাজেট নেই,  বাজেট নেই করেন। তাহলে  বাজেট টা যায় কোথায়? এতো বাজেট কে খায়?

সাজিদ মারা যায়নি, সাজিদকে মেরে ফেলা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে সাজিদের ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ করতে হবে। ৭দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে”।


একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল