নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জন। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে রয়েছেন।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন।
পরিচালক বলেন, আটজনের অবস্থা আশঙ্কাজনক। ১৩ জনের অবস্থা তাদের চেয়ে একটু ভালো (সিভিআর)। বাকি ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের ব্যাপারে তিনি বলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। রোগীদের প্রত্যেকের ব্যাপারে তিনি খোঁজখবর নিয়েছেন।
কাউকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কি না তা ৪৮ ঘণ্টার আগে বলা সম্ভব না বলে জানান হাসপাতালটির পরিচালক।
এমআই