মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) আয়োজনে 'যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ' মূল প্রতিপাদ্যে আয়োজিত 'জিবিডিএস বিতর্ক উৎসব-২০২৫' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চতুর্থ তলায় এ ব্লক–৪১৭ নম্বর কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুরুতে মাইলস্টোন কলেজ ট্রাজেডি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবিডিএস এর সভাপতি আরিফুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারী এন্ড অ্যানিমেল সায়েন্সস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত চারটি দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা ২ ধাপে চারটি ভিন্ন আঙ্গিকে পরিচালিত হয়—রম্য বিতর্ক, এশিয়ান সংসদীয় বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক ও বারোয়ারী বিতর্ক।
রম্য বিতর্কে প্রেমিক-প্রেমিকা বনাম স্বামী-স্ত্রী চরিত্রে অভিনব যুক্তিযুদ্ধ পরিবেশিত হয়। এশিয়ান ফরম্যাটে সরকার ও বিরোধী দলের ভূমিকায় নির্বাচনী পদ্ধতি নিয়ে তর্ক-বিতর্ক হয়। প্ল্যানচেট বিতর্কে ঐতিহাসিক ব্যক্তিত্বদের আত্মার ভূমিকায় বিতার্কিকরা যুক্তি উপস্থাপন করেন। আর বারোয়ারী বিতর্কে মুক্ত চিন্তাধারার লড়াই পরিলক্ষিত হয়। প্রতিটি পর্বে অংশগ্রহণকারীরা তাদের যুক্তি, বাগ্মিতা ও বিশ্লেষণধর্মী উপস্থাপনার মাধ্যমে মেধার স্বাক্ষর রাখেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের জন্য এই বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম হলেও আমার মতে এটি একাডেমিক শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এই মঞ্চের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে তুলে ধরতে পারি। বিশ্বের যেকোনো সংকট বা সমস্যাকে বিতর্কের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব। আমি এই সংগঠনের সাফল্য কামনা করি।"
জিবিডিএস-এর সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, ২০১৯ সালে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকটি অনলাইনভিত্তিক আন্তর্জাতিক কার্যক্রম সম্পন্ন করেছে। ২০২৩ সালে নতুনভাবে যাত্রা শুরুর পর আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা এবং আজকের 'বিতর্ক উৎসব–২০২৫' আয়োজন করা সম্ভব হয়েছে। বিতর্কের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এমআই