খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)নৃত্যবিষয়ক সাংস্কৃতিক সংগঠন ’রিদম’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল হামজা শিমন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী ঝুমকা হালদার ।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সংগঠন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, সংস্কৃতিচর্চা ও নৃত্যকলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের নৃত্যবিষয়ক সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নিয়মিতভাবে নৃত্যভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিবছর ‘রিদম’ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজন করে আন্তঃবিশ্ববিদ্যালয় ড্যান্স ফেস্ট।
এ বছর কমিটিতে যায়গা পাওয়া অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে হাসিবুর রহমান শান্ত, সহসম্পাদক পদে প্রতিজ্ঞা কারকি , সহসম্পাদক পদে আলভা আক্তার , কোষাধ্যক্ষ পদে উম্মে হাবিবা রজনী, যুগ্ম কোষাধ্যক্ষ পদে আলিফ মাহমুদ , সাংগঠনিক সম্পাদক পদে জারিন রাশ্নি প্রভা, যুগ্ম সাংগঠনিক পদে সম্পাদক কৌশিক সাহা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মাহিন মিথি , প্রচার সম্পাদক পদে স্বর্ণময়ী মল্লিক, সহপ্রচার সম্পাদক পদে শাহরিয়ার সৈকত, সহপ্রচার সম্পাদক পদে সায়ন্তিনী সরকার শিখি, অফিস সমন্বয়কারী পদে মেহেদী হাসান কতোয়াল, সহঅফিস সমন্বয়কারী পদে প্রমা সাহা, সহঅফিস সমন্বয়কারী পদে তোফায়েল ইসলাম, মঞ্চ সমন্বায়ক পদে শ্রেয়া আক্তার , মঞ্চ সমন্বায়ক পদে শারমিন সুলতানা , যুগ্ম মঞ্চ সম্পাদক পদে পৃথা হালদার , যুগ্ম মঞ্চ সম্পাদক পদে পূজা বাসু, সদস্য সমন্বায়ক পদে তানভীর হুসাইন আদিত্য,তাসমিয়া হাসান তানিসা, যুগ্ম ক্লাব সমন্বায়ক পদে পিয়াস,প্রমী,সুমা,রেশমী চাকমা, ক্লাব সমন্বায়ক পদে নুসাইবা সাওমি, সহ ক্লাব সমন্বয়ক পদে দেবজানি, শ্রুতী,নিধি দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়াও কার্যনিবাহী সদস্য হিসেবে রয়েছে তাহের,জান্নাত এবং মুকেশ। ৩৩ সদস্যের নতুন এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা রয়েছেন। তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
রিদম বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে । সংগঠনের সদস্যরা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রাখছে উল্লেখযোগ্য অবদান। ভারতের অনুষ্ঠিত ‘চতুর্থ সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যালে’ও অংশগ্রহণ করেন ‘রিদম’-এর সদস্যরা, যা সংগঠনটির আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থানকে আরও দৃঢ় করেছে।
এমআই