নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের মাদ্রাসা মোড় গোল চত্বরে নিয়মিত তল্লাসি করছিল পুলিশ। গাড়ির কাগজ মেয়াদোত্তীর্ণ হওয়ায় তাতে গাড়ির বিরুদ্ধে মামলা করার সময় পালিয়ে যায় চালক। পরে ট্রাক চেকিং করতে গিয়ে ধরা পড়ে প্রায় আধা মন গাঁজা। পরে ট্রাকটি জব্দ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার দুপুরে টহলরত অবস্থায় পুলিশ সার্জন নাম্বার অস্পষ্ট একটি ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাকের কাগজপত্র চেকিং করতে গেলে কাগজ দেখানোর কথা বলে ড্রাইভার সটকে পড়ে। পরে তল্লাশীকালে ট্রাাকের ডিকিতে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। পরে পুরো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় । ট্রাকটি জব্দ করেছে
পুলিশ।
এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাজিবুল ইসলাম জানান, তদন্ত করে দেখা হচ্ছে গাঁজা গুলো কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং গাড়ির চালক ও মালিকের খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গাড়িতে আরো কোন গাঁজা আছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে।
একে