নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনের ফুটপাতের ম্যানহোলের একাধিক ঢাকনা চুরি হওয়ার পর তা দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি ম্যানহোলের ঢাকনা খোলা অবস্থায় থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী ও পথচারী আহত হয়েছেন। যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপির দাবিতে বলা হয়েছে ১. অবিলম্বে অনুপস্থিত ম্যানহোল ঢাকনা নতুন করে বসাতে হবে। ২. ভবিষ্যতে চুরি রোধে এমন উপকরণ দিয়ে ঢাকনা তৈরি করতে হবে, যা চোরাই বাজারে বিক্রয়যোগ্য নয়। ৩. ম্যানহোলের আশেপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নজরদারি নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ। ৪. এলাকায় নিয়মিত তদারকির জন্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান।
এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এতে শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কলেজ অধ্যক্ষকে অবহিত করার পরও সমস্যা সমাধান না হওয়ায় আমরা আজ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নতুন বাজেট প্রণয়ন ও ম্যানহোল ঢাকনা বসানোর জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যারা এই ঢাকনাগুলো চুরি করছে তাদের ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে। আগে যেসব ঢাকনা তৈরি হয়েছিল যদি মাপ অনুযায়ী মিলে যায় তবে সেগুলোও ব্যবহার করবো। আশা করছি দুই-এক সপ্তাহের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জাহিদ হাসান, সামিউল ইসলাম শিমুল, উজ্জল মিয়া, মো. শাকিল, মো. রুহুল আমীন, নাজিম উদ্দিন, আসিফ, তানভীর হাসান রাহাত, মো. জাকারিয়া আহম্মেদ, নিরব, কেলভিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত মঙ্গলবার (৫ আগস্ট) রাতে কলেজ সংলগ্ন মুসলিম ছাত্রাবাসের সামনের রাস্তায় অরক্ষিত ফুটপাতের খোলা ঢাকনায় পড়ে গুরুতর আহত হয়েছিলেন রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত। পরবর্তীতে কয়েকদিন যাবৎ মেডিকেলে ভর্তি থাকার পর বর্তমানে তিনি সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন।
এমআই