নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিনজন অধ্যাপকের বদলি ও পদায়ন উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিভাগের ১০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু নোমান মোঃ আসাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সরোয়ার হোসেন।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।
এছাড়াও সদ্য বিদায়ী তিন অধ্যাপক রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইয়াসমিন আকতার সারমিন, নাটোর বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল্লাহিল কাফি এবং যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নারগিস জাহানসহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী অধ্যাপকরা বলেন, রাজশাহী কলেজে প্রথম পদার্পণের মুহূর্তটি আমাদের জীবনের সেরা সময়ের একটি। এই ক্যাম্পাস ও পরিবেশ চিরদিন মনে থাকবে। অন্য কোথাও কাজ করলেও রাজশাহী কলেজের স্মৃতি এক মুহূর্তের জন্যও ভুলতে পারি না। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় কর্মরত থাকলেও প্রতিনিয়ত এই কলেজকে স্মরণ করি। বিশেষ করে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ভীষণভাবে মিস করব। তারা রাজশাহী কলেজে কাটানো নানা স্মরণীয় মুহূর্তের কথা তুলে ধরেন।
অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, প্রিয় শিক্ষকরা বিদায় নেওয়া সবসময় কষ্টদায়ক। বদলি ও পদায়ন একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও তারা এই প্রতিষ্ঠানে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপহার তুলে দেন এবং নতুন কর্মস্থলে তাদের সাফল্য কামনা করেন।
এমআই