ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মানদীতে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া নদীর ঘাটে এলাকায় গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। তারা হলেন, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ফরিদ (১২) ও ময়মনসিংহ ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানি (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল-আমিন হোসেন ১০-১২ ছাত্রকে নিয়ে নদীতে গোসল করতে নামেন। এসময় দুই ছাত্র নিখোঁজ হোন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে ঘটনা স্থলের কিছুটা ভাটিতে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমআই