তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল করা হয়েছে।
শুক্রবার ( ১৫ আগষ্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হক, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান , ছাত্রদল আহ্বায়ক শাহেদ আহমেদসহ বিএনপিপন্থী অন্য শিক্ষক ও নেতাকর্মীরা।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন "দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন সর্বদা আপসহীন। বিগত সময়ে তেনাকে অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। এমনকি তাকে চিকিৎসা নিতে বিদেশে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। আমরা দোয়া করি 'আল্লাহ যেন তেনাকে দ্রুত সুস্থতা দান করেন, তিনি যেন সুস্থ হয়ে পূনরায় দেশের সেবা করতে পারেন, তিনি যেন পূনরায় পলিসি মেইক করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন"
এমআই