নিজস্ব প্রতিবেদক:
শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আজ (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগ সমর্থকরা।
এ অবস্থায় কোনো প্রকার নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা আজ (১৫ আগস্ট) সকাল থেকেই রয়েছেন সতর্ক অবস্থানে।
একইসঙ্গে সকালে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়া বিএনপি কর্মীরা ফুল দিতে বা শ্রদ্ধা জানাতে আসা যেকোনো ব্যক্তিকেই বাধা দেন।
একসময় বঙ্গবন্ধুর বাড়ি হিসেবে পরিচিত ওই স্থাপনাটি গত বছর গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগের পর অনেকটা ভাঙ্গা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সমর্থক সন্দেহে এক ব্যক্তিকে মারধর করা হয়। এছাড়া সাবেক ক্ষমতাসীন দলের সমর্থক সন্দেহে আরও কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিএনপি কর্মীরা।
এমআই
এমআই