ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এদেশে একটি জঙ্গি ইসলামী দল আছে সেই জামাত ও এনসিপি চায়না এদেশে নির্বাচন হোক। বর্তমান সরকার প্রধানের সাথে তারেক রহমানের লন্ডনে বৈঠক হওয়ার পর রোজার আগেই ভোট হওয়ার ঘোষণা দেওয়ায় তারা নতুন করে চক্রান্ত শুরু করেছে। যাতে ফেব্রুয়ারিতে ভোট না হয় । তারা মনে করে ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে। ভোট হলে জনগণ তাদের ইচ্ছামতো প্রার্থীকে নির্বাচন করবে। তাই সবাই মিলে নতুন এই চক্রান্ত, ষড়যন্ত্র সবাই মিলে মোকাবেলা করতে হবে।
তিনি আজ শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের ভূষণগাছায় ৩২ প্রহর ৪ দিন ব্যাপী মহা নাম যজ্ঞাঅনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন এর শুভ উদ্বোধনে এসব কথা বলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিক,সাধারন সম্পাদক সত্যেন কুমার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমআই