বাগেরহাট প্রতিনিধি: ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত মতিয়ার রহমানের স্ত্রী আসমা বেগম বাদি হয়ে শনিবার (২৫ অক্টোবর) মামলাটি দায়ের করেছেন। মামলায় ১০ জনকে এজাহার নামীয় ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি পাশ^বর্তী কচুয়া উপজেলার প্রতাপপুর গ্রামের ছরোয়ার শেখের ছেলে জুয়েল শেখ ওরফে জিয়া (৪৫)। এজাহার নামীয় অপর ৯ জনের বাড়ি মোরেলগঞ্জের বলভদ্রপুর ও বহরবৌলা গ্রামে। পুলিশ অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতার থাকা আসামিরা হচ্ছেন কচুয়া উপজেলার জুয়েল শেখ, মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের মকবুল শেখের ছেলে সুমন শেখ, কাদের হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম, মান্নান শেখের ছেলে হাসিবুর রহমান, আবুল শেখের ছেলে সোহেল শেখ মজিবুর রহমানের ছেলে আইয়ুব আলী ও মো. নাইম।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, নিহতের স্ত্রী ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে মোরেলগঞ্জ চিংড়াখালী গ্রামে ডাকাত সন্দেহে বহিরাগত ৭-৮জনকে ঘিরে ফেলে গণপিটুনি দেয় স্থানীযরা। এতে বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে মতিয়ার রহমান নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়। তারা খুলনা মেডিকেলে ভর্তি রয়েছেন।
এমআই