রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

মোরেলগঞ্জ বিএনপির সভাপতি বাবুল, সম্পাদক এ্যাড. মেহেদী

শনিবার, আগস্ট ১৬, ২০২৫
মোরেলগঞ্জ বিএনপির সভাপতি বাবুল, সম্পাদক এ্যাড. মেহেদী

এম. পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সম্মেলনের দ্বিতীয়ার্ধে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হন।

সম্মেলনে ৫৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল হক বাবুল। ৫৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. মেহেদী হাসান ইয়াদ। এ ছাড়া ৪৮৯ ভোট পেয়ে ১নং সংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন টুলু ও ৩৮৬ ভোট পেয়ে ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ শাহ তালুকদার।

 এ ছাড়া সভাপতি পদে এফ এম শামীম আহসান পেয়েছেন ৩০৯ ভোট ও অধ্যাপক আব্দুল আউয়াল পেয়েছেন ২৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রভাষক রাসেল আল ইসলাম পেয়েছেন ৪৬১ ভোট ও মো. আফজাল হোসেন জোমাদ্দার পেয়েছেন ৩৮ ভোট। টানা ১৮ বছর পরে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয়ার্ধে ভোট গ্রহন শেষে রাত ৯টায় মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং কমিটির আহবায়ক খাদেম নিয়ায়ামুল নাসির আলাপ কাউন্সিল  শেষে এ ফলাফল ঘোষণা করেন।  ভোট কাষ্ট হয়েছে ১০০১ ভোট।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল