মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
প্রায় ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ রোববার বেলা পৌনে চারটার দিকে ভারত থেকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই বন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হলো। আজ রোববার কৃষিমন্ত্রনালয়ের খামারবাড়ি থেকে আইপি পাওয়ার পর হিলির জগদীশ পোদ্দার নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠন এসব পেঁয়াজ আমদানি করে।
হিলি উদ্ভিদ সংগনিরোধ অফিস সুত্রে জানা গেছে, বেলা ২টা পর্যন্ত বন্দরের ৫ জন আমদানিকারক প্রত্যেকে ৩০ মেট্রিক টন করে মোট ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি পেয়েছে। এখন থেকে এই বন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি অব্যহত থাকবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
দেশের উর্ধমূখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে দেশে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকরা। এরপর থেকে দেশে পেঁয়াজ আমদানিতে প্রস্তুতি নিতে শুরু করে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।
এমআই