এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার মানুষের দাবি পূরণে বাগেরহাটে পূর্বের ৪টি সংসদীয় আসন পুনর্বহাল করা জরুরি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে প্রথম ধাপে আগামী ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপাল ও মোংলা উপজেলায় কাটাখালি থেকে নওয়াপাড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
দ্বিতীয় ধাপে, ২৪ আগস্ট রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা কমিটির উদ্যোগে ফকিরহাট-নওয়াপাড়া-কাটাখালি মহাসড়ক অবরোধ করা হবে। একই দিনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে—কচুয়া সাইনবোর্ড মোড়, বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিস চত্বর, মোল্লাহাট-চিতলমারী সড়ক এবং মোল্লাহাট ব্রীজ এলাকা।
এছাড়া ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ ও ২৫ আগস্ট নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস এবং বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম প্রমুখ ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাগেরহাটের জনসংখ্যা ও ভৌগলিক কাঠামো বিবেচনায় ৪টি সংসদীয় আসন থাকা প্রয়োজন। অথচ রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক সিদ্ধান্তে তা কমিয়ে আনা হয়েছে। তারা অভিযোগ করেন, এতে জেলার জনগণ রাজনৈতিকভাবে বঞ্চিত ও প্রান্তিক হয়ে পড়েছে।
বক্তারা আরও জানান, বাগেরহাটবাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এজন্য সর্বস্তরের জনসাধারণকে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান।
একে