বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘদিনের দাবিতে ছাত্র সংসদ নির্বাচনের আন্দোলন চালিয়ে আসছে সাধারণ শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে গত ১৭ আগস্ট কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। তবে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অনশনরত দুই শিক্ষার্থী অনশন প্রত্যাহার করেছেন।
শিক্ষার্থীরা জানান, গত ৬ আগস্ট প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন এবং ১০ আগস্ট সংবাদ সম্মেলনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অনশন শুরু হয়। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন অনশনরত শিক্ষার্থীদের জানায়, ছাত্র সংসদ গঠনের প্রস্তাব ইতোমধ্যে সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে এবং তা ইউজিসিতে পাঠানো হয়েছে। আগামী ২১ আগস্ট ইউজিসিতে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিষয়টি বাস্তবায়নের জন্য প্রশাসন ১০ কার্যদিবস সময় নিয়েছে।
শিক্ষার্থীদের একাংশ মনে করছে, বাহ্যিক প্রভাব আন্দোলনে প্রবেশের চেষ্টা করছে, যা মূল দাবিকে ব্যাহত করতে পারে। তাই তারা অনশন ভেঙে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, “আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে। দাবির প্রশ্নে আমরা একবিন্দুও ছাড় দেবো না।”
তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি অনুরোধ করেন ঘোষিত সময়সীমার মধ্যে দায়িত্ব পালনের জন্য।
এমআই