ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শহীদ আবু সাঈদ শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি আদর্শের নাম। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানের দাবি জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। পরে তিনি উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যোগ দেন।
এমআই