সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

দুপুর ২ টার মধ্যে কর্তৃপক্ষের সাড়া না পেলে দক্ষিণ বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা ববি শিক্ষার্থীদের

সোমবার, আগস্ট ২৫, ২০২৫
দুপুর ২ টার মধ্যে কর্তৃপক্ষের সাড়া না পেলে দক্ষিণ বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা ববি শিক্ষার্থীদের

মো: রাব্বি হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়:

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে  ৩ দফা  দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি  কতৃপক্ষ বা প্রশাসন কেউই এখনো তাদের সাৎে যোগাযোগের চেষ্টা করেনি।

তাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানিয়েছেন আজ ( ২৫ আগস্ট)   দুপুর ২ টার মধ্যে যদি তাদের সাথে যোগাযোগ না করা হয় তাহলে তারা দক্ষিণ বাংলার প্রবেশদ্বার তথা ঢাকা- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করবেন।

দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ একটি রুট হলো ঢাকা - কুয়াকাটা মহাসড়ক।  এই রুটেই পরিচালিত হয় দেশের কয়েকটি মেগাপ্রকল্প তথা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বন্দরের প্রয়োজনীয় পরিবহন কার্যক্রম।  এমনকি সাত ব্যাটালিয়ন বিশিষ্ট শেখ হাসিনা ক্যান্টনমেন্ট ( পূর্বনাম) এবং পর্যটন এলাকা কুয়াকাটার প্রবেশদ্বারও এই ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। 

 গতকাল (২৪ আগস্ট)  বিশ্বিবদ্যালয়ের মেইন গেইটের সামনে ঢাকা - কুয়াকাটা মহাসড়কে অবস্থান করেন ববি শিক্ষার্থীরা। এসময় তারা ৪৫ মিনিটের  জন্য  যান চলাচল বন্ধ  রেখে কর্মসূচি পালন করেন।  অবস্থানকালে তারা "ওয়ান টু থ্রী ফোর - ইনজাস্টিস নো মোর, এই মূহুর্তে দরকার - ববির সংস্কার, অবকাঠামো হয় না কেন - ইউজিসি জবাব দে"  ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এই অল্প সময়েই ভঙ্গুর হয়ে পড়ে পুরো দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, " আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি ।  একটা বিশ্ববিদ্যালয়ের জন্য মৌলিক যে চাহিদা যেমন ক্লাসরুম,  আমাদের ক্লাসরুম নেই, আমাদের মৌলিক চাহিদার জন্য এই আন্দোলন।"

উল্লেখ্য দফাগুলো হলো - অবকাঠামোগত উন্নয়ন,  পরিবহন খাতের সমস্যা দূরীকরণ  ও ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল