জাকারিয়া শেখ, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিলন মিয়া (২৩) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে। নিহত মিলন ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদা ও মা মঞ্জু বেগমের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রায়ই পরিবারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে মিলন মায়ের সঙ্গে অসদাচরণ করলে রবিবার রাতে আত্মীয়স্বজনের উপস্থিতিতে পারিবারিক বৈঠক বসে। বৈঠকে মায়ের সঙ্গে মিলনের আপোষ-মীমাংসা হয়।
রাতের খাবার শেষে মিলন নিজ কক্ষে শুতে যান। তবে সবার অজান্তে তিনি শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। রাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এএসপি মোজাম্মেল হক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।