ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বর্নাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
সকাল সাড়ে ৯ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে। র্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিন করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।
সিভিল সার্জন ডাঃ মোক্তাদির আরেফিন এর সভাপতিত্বে মাতৃদুগ্ধ নিয়ে আলোচনা করেন নাটোর সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সুমনা সরকার।
এসময় বক্তব্য রাখেন, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার নেলী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহম্মদ রফিক বাবন, উপসহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন সরকারসহ কর্মকর্তাবৃন্দ।