রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
জেনারেল হাসপাতাল জেলার ২২ (বাইশ) লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা স্থল। প্রায় প্রতিদিনই অসংখ্য রেফার্ড করা রোগী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকায় পাঠানো হয়ে থাকে। এই রোগী পরিবহনের জন্য মাত্র দুইটি লক্কর ঝক্কর বেশ পুরাতন অ্যাম্বুলেন্স একমাত্র ভরসা। যারা আর্থিকভাবে সচ্ছল তারা এই হাসপাতালের পুরাতন এম্বুলেন্স ব্যবহার করেন না প্রাইভেট এম্বুলেন্সে রোগী পরিবহন করে থাকেন। কিন্তু অসচ্ছল দরিদ্র রোগীরা হাসপাতাল সরবরাহকৃত লক্কর ঝক্কর পুরাতন অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য হন। পথে এম্বুলেন্স নষ্ট হওয়ার ঘটনা নিত্যদিনের। ফলে রোগীদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত।
হাসপাতাল সূত্র জানান, ২০০৭ সলে একটি এবং ২০০৯ সালে একটি এই দুইটি অ্যাম্বুলেন্স দিয়ে চলছে ২৫০ (আড়াইশো) শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল।
ভুক্তভোগী হাসপাতাল পাড়ার হাফিজুর ও আব্দুল হামিদ জানান, কুড়িগ্রামের নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো এম্বুলেন্স থাকলেও কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চলছে পুরাতন এম্বুলেন্স দিয়ে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর নেওয়াজ আহমেদ জানান, আমি নতুন এসেছি, আজই আমি দুটি নতুন অ্যাম্বুলেন্স চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও সচিব এর নিকট চাহিদা পত্র প্রেরন করবো।
জেলার ২২ লাখ মানুষের দাবি দ্রুতই কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে কর্তৃপক্ষ অন্তত দুটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দেবেন এই প্রত্যাশা জেলাবাসীর ।
এমআই