ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
প্রান্তিক কৃষক পর্যায়ে রাসায়নিক সাারের সহজলভ্যতা নিশ্চিত করনের লক্ষ্যে সকল বৈষম্য দূরীকরনে নাটোরে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়শনের অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়শনের আয়োজনে অবস্থান ও স্বারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএডিসি বীজ ডিলার এসোসিয়শনের নাটোর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বিপ্লব, নাটোর সদরের সাধারন সম্পাদক সৌরভ হোসেন, বীজ ডিলার ওয়াহিদুজ্জান তুলা, শাহ আলম সহ অন্যান্য বীজ ডিলার উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সার বরাদ্দ ও বিপণনে দীর্ঘদিন ধরে বৈষম্য চালু রয়েছে। এতে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এ বৈষম্য দূর করে সকল ডিলারের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
পরে তারা তাদের দাবির বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এমআই