মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি সংবাদদাতা:
গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে বিভিন্ন পদে ৩০টি ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (২৭ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়ন বিতরণ শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তথ্যটি নিশ্চিত করেন প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক অফিসার মোঃ আবু রায়হান।
তিনি জানান, ১১ পদের বিপরীতে ৩০টি মনোনয়ন বিতরণ হয়েছে। যেখানে সহ-সভাপতি (ভিপি) পদে ৪টি, সাধারণ সম্পাদক পদে ২টি, সহ-সাধারণ সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ২টি, ক্রিড়া সম্পাদক পদে ১টি, সহ-ক্রিড়া সম্পাদক পদে ১টি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১টি, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ২টি, দপ্তর সম্পাদক পদে ৩টি, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ২টি মনোনয়ন বিতরণ হয়েছে।
তিনি আরও জানান, অনুষদ প্রতিনিধি পদের জন্য ১১টি ফরম সংগ্রহ করেছে। যেখানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ৫টি, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ ২টি, ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদ ২টি, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ ১টি এবং কৃষি অনুষদ থেকে ১টি ফরম বিতরণ করা হয়েছে। দু'দিনের সর্বমোট ৪৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, সকাল ১০টা থেকে মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলে। নিয়মিত এ কার্যক্রম চলবে আগামী ২৮ তারিখ দুপুর ৩টা পর্যন্ত।