শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বেরোবি উপাচার্যের নিন্দা

বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বেরোবি উপাচার্যের নিন্দা

বেরোবি প্রতিনিধি :

ঢাকায় গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে উপাচার্য বলেন, “শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। তাদের ওপর অকারণে যে দমন-পীড়ন চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবি সমাধান করা উচিত ছিল। কিন্তু দমন-পীড়ন চালানো শিক্ষা অঙ্গণে আতঙ্ক সৃষ্টি করেছে। উপাচার্য অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল