সায়নাভ ইবতেশাম:
পিছিয়ে পড়া অনগ্রসর নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সাতজন শিক্ষার্থী। তাদের উদ্যোগ Project Swaccho - প্রজেক্ট স্বচ্ছ বর্তমানে আলোচনায় রয়েছে।
রংপুর শহরের লালবাগ সংলগ্ন রেল কলোনিতে ১০ জন নারীকে নিয়ে শুরু হয় এই যাত্রা। দুই মাসব্যাপী এ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল নারীদের সাবান তৈরির প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা প্রাকৃতিক উপাদানে তৈরি হাতে বানানো সাবান বাজারজাত করছেন।
প্রকল্পের অন্যতম উদ্যোক্তা রুপা চক্রবর্তী বলেন, "আমাদের লক্ষ্য অনগ্রসর নারীদের আত্মনির্ভরশীল ও স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তোলা। প্রথম ধাপে ১০ জন নারীকে নিয়ে কাজ শুরু করলেও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।"
এ উদ্যোগের সুবিধাভোগী মোর্শেদা আক্তার জানান, "এখান থেকে আমরা শিখেছি কীভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সাবান তৈরি করা যায়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার গুরুত্বও বুঝতে পেরেছি।"
আরেক অংশগ্রহণকারী নার্গিস বেগম বলেন, "খাবারের আগে আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ছিল না। এখন বুঝেছি শরীরে জীবাণু কীভাবে ছড়ায়। আমরা এখন নিজেদের তৈরি সাবান ব্যবহার করছি, যা বাজারের সাবানের চেয়ে অনেক ভালো।"
নিম, অ্যালোভেরা, হলুদসহ নানা ভেষজ উপাদানে তৈরি 'প্রজেক্ট স্বচ্ছ'র সাবান ইতিমধ্যেই অনলাইন ও স্থানীয় বাজারে সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই উদ্যোগ স্থানীয় নারীদের জীবনে আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এমআই