বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থীরা হল সংস্কার ও উন্নয়নের ৮ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন। রোববার (৩১ আগস্ট) তারা হল প্রশাসন মারফত প্রভোস্ট বরাবর এ স্মারকলিপি পেশ করেন।
শিক্ষার্থীরা জানান, রিডিং রুম সমস্যার সমাধান অতি জরুরি হয়ে উঠেছে। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত ফিল্টার স্থাপন প্রয়োজন। পাশাপাশি ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। অস্বাস্থ্যকর খাবারের কারণে প্রায়ই শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছেন। এছাড়া হলের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জরাজীর্ণ পরিবেশে সুষ্ঠু শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি হলো—
১. হলের রিডিং রুমের পরিধি বৃদ্ধি।
২. রিডিং রুমের লকার মেরামত ও বুকসেলফ স্থাপন।
৩. রিডিং রুম আধুনিকীকরণ, ফ্লোর ম্যাট্রেস ও পানি ফিল্টার সরবরাহ।
৪. ইন্টারনেট সুবিধা বৃদ্ধি।
৫. হলে ভাঙা জানালার গ্লাস পরিবর্তন করে উন্নতমানের থাই গ্লাস লাগানো।
৬. প্রতিটি ফ্লোরের উভয় পাশে ডাস্টবিন স্থাপন।
৭. মাসে অন্তত একবার প্রশাসনের সঙ্গে আবাসিক শিক্ষার্থীদের মতবিনিময় সভা।
৮. সব কাজের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও যথাযথ মান নিশ্চিতকরণ।
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, “আমাদের মুখতার ইলাহী হলের রিডিং রুম অনেক ছোট হওয়ায় অনেক শিক্ষার্থীর পড়াশোনায় অসুবিধা হচ্ছে। আসন সংকটের কারণে অনেকেই পড়তে না পেরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তাই আমরা যৌক্তিক দাবি নিয়ে হল প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। আশা করি কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন।”
আরেক শিক্ষার্থী মমিন বলেন, “আমরা চাই দ্বিতীয় তলার টিভি রুমকে রিডিং রুমে স্থানান্তর করা হোক। এছাড়া সার্বজনীন ওয়াইফাই সমস্যা, ডাইনিংয়ের মানোন্নয়ন ও গেস্ট রুম সংস্কারের দাবিও জানিয়েছি। আশা করি প্রভোস্টকে স্বপদে বহাল রেখে এগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।”
শিক্ষার্থীরা আরও জানান, বহুদিন ধরে এ ধরনের সমস্যা চলমান থাকলেও কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি। তাই অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের জন্য সুস্থ ও শান্তিপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এমআই