মোহাম্মদ মুরাদ হোসেন, হাবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্স অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।
গতকাল ১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্স অনুষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন গেইট হয়ে নিজ অনুষদে শেষ হয় মিছিলটি। এরপর সংক্ষিপ্ত বক্তব্য শেষে পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় ২০ ব্যাচের ডিভিএম অনুষদের শিক্ষার্থীরা বলেন, “আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট করে জানাতে চাই যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা আমাদের গভীরভাবে আহত করেছে। এটি শুধু তাদের উপর হামলা নয় বরং ভেটেরিনারি শিক্ষার মর্যাদা ও ভবিষ্যতের উপরও আঘাত।
অতিদ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
এমআই