বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনের ৭ দফা দাবির পক্ষে ইতিবাচক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ দাপ্তরিক সময় শেষে কর্মস্থলে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ ৭ দফা দাবির পক্ষে ৩১ আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ন্যায্য দাবি আদায়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচিগুলো হলো—
৩ সেপ্টেম্বর: ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দাপ্তরিক সময় শেষে কর্মস্থলে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করবেন।
৫ সেপ্টেম্বর: ঢাকার আইডিইবি ভবনে জেলা শাখা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যৌথ মতবিনিময় সভা।
৬ সেপ্টেম্বর: সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা হবে।
১০ সেপ্টেম্বর: সব পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ দফা দাবির উপর আলোচনা সভা হবে এবং
১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় "যোগ্যতা স্তরের সাথে পেশার অসামঞ্জস্যতা: জাতীয় উৎপাদনশীলতায় এর প্রভাব" শীর্ষক সেমিনার আয়োজন করা হবে।
এমআই