তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যান সমিতির ২০২৪-২৫ কার্যকালের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পংকজ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শোয়াইব বিন আছাদ কে মনোনীত করা হয়েছে।
বুধবার ( ৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টামন্ডলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদ বলেন, " দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, বরং দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। এখানে প্রত্যেকে থাকবে সমান মর্যাদায়, এবং মতামত–পরামর্শের দুয়ার সর্বদা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা চাই সমিতিকে এমন এক পরিবারে রূপ দিতে, যেখানে সহযোগিতা, ভ্রাতৃত্ব ও জ্ঞানের আলো আমাদের এগিয়ে নেবে।"
নব নির্বাচিত সভাপতি পংকজ রায় বলেন, " আমরা সকলে ভাই, আমাদের মাঝে দ্বিধা দন্দ্ব ছাড়াই যেনো একে অপরের কাছাকাছি যেতে পারি এবং বিপদে আপদে আসতে পারি। আমরা সকলে একটি পরিবার। আপনারা যারা এই জেলা কল্যাণ কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন, আপনারা শুধু একটি পদের অধিকারী হননি, বরং একটি বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আপনাদের তারুণ্য, নতুন ভাবনা এবং সৃজনশীলতা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি বিশ্বাস করি, আপনাদের হাত ধরে আমাদের জেলা কল্যাণ কার্যক্রম এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
আমরা সকলে মিলেমিশে কাজ করব, একে অপরের কাছ থেকে শিখব এবং সকলের উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করব, এটাই আমার প্রত্যাশা। মনে রাখবেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জেলার শিক্ষক, কর্মকতা-কর্মচারী, সিনিয়র-জুনিয়র মিলেমিশে একসাথে চলবো এবং জেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা।"
এমআই