মো: রাব্বি হাসান, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ৩ দফা দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন ও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় জনদুর্ভোগ কমাতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।
অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে তাদের পাশেই বিছানা করে রাত কাটানোর সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর অনশনে থাকা শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন উপাচার্য। দীর্ঘ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সালসহ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা অনশন ভাঙতে অস্বীকৃতি জানালে উপাচার্য সিদ্ধান্ত নেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের নিচতলায় শিক্ষার্থীদের পাশেই রাত্রিযাপন করবেন।
শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, তিনি ৩ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। দাবিগুলো হলো—
১. অবকাঠামোগত উন্নয়ন
২. পরিবহন সমস্যা দূরীকরণ
৩. ভূমি অধিগ্রহণ
আন্দোলন চলাকালে ববি ভিসির বক্তব্য ছিল:
"এটা অবশ্যই আমাদের ছাত্র-শিক্ষক সবার যৌক্তিক দাবি। তবে আমাদের একটি সিস্টেমের ভেতর দিয়েই এগোতে হবে। অবকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য বরাদ্দ হয়েছে, যা আগামী ৩ মাসের মধ্যে দৃশ্যমান হবে। জমি অধিগ্রহণের জন্য আমরা ডিসি অফিসে যোগাযোগ করেছি, আগের জমি-সংক্রান্ত ফাইলগুলো খুঁজে বের করার জন্য। এগুলো দীর্ঘমেয়াদি কাজ, যার জন্য সবাইকে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। রাস্তা অবরোধ কোনো সমাধান নয়।"
একে