কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জরুরী দায়িত্বশীল সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে স্থানীয় জামায়াত অফিসে উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদিম,জেলা শুরা সদস্য আব্দুল কাদির, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন প্রমূখ।
জেলা আমীর বলেন,ইসলামের বিজয় খুবই সন্নিকটে। তার উদাহরণ ডাকসু ও জাকসু নির্বাচন। তিনি জামায়াতে ইসলামীর প্রত্যেক নেতা ও দায়িত্বশীলকে কঠোর ভাবে সচেতনতার সাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন জমিন উর্বরতা দেখে থেমে থাকা যাবে না। তিনি জামায়াত কর্মীদের সুশৃঙ্খল ভাবে দাওয়াতী কাজ করার পরামর্শ দেন। তিনি দায়িত্বশীলদের সকল কাজে অগ্রনী ভূমিকা পালন করার উদাত্ত আহবান জানান।
জেলা আমীর বলেন,ডাকসু নির্বাচনে ষড়যন্ত্র করেছে দেশ ও দেশের বাহিরে,ছাত্র সমাজ সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশের মানুষ আর ট্যাগিংকে বিশ্বাস করে না। দেশের মানুষ উন্নয়ন ও অগ্রযাত্রাকে বিশ্বাস করে। বিরোধী শক্তিরা জামায়াত শিবিরের আদর্শিক দিক থেকে মোকাবেলা করতে না পেরে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এ ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে তিনি বলেন,সকল দায়িত্বশীলকে আদর্শবান হতে হবে। মান উন্নয়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
এ সময় তিনি বলেন জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সংগঠন জামায়াতের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে আখতারুজ্জামান বাদল ও ভাইস চেয়ারম্যান শিব্বির আহমেদ'র নাম চুড়ান্ত করে তালিকা পাঠিয়েছেন। তাদের পক্ষে সকলকে কাজ করতে হবে।# সাথে ছবি আছে।
একে