বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটির উদ্যোগে ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শায়খ মোহাম্মদ জামাল উদ্দীন।
সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ পরিবেশনা করে জনপ্রিয় সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। এছাড়া অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্ব পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রংঙ্গন শিল্পীগোষ্ঠী।
দাওয়াহ সোসাইটি জানিয়েছে, নবীন শিক্ষার্থীদের বরণ, দিকনির্দেশনা প্রদান এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করাই এই আয়োজনে মূল উদ্দেশ্য।
একে