শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে: আব্দুস সালাম

শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে: আব্দুস সালাম

মুহাঃ জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা তথা উপকয়লীয় শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়নের পাশপাশি দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করতে চান সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ আব্দুস সালাম খান। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। একই সাথে জেলার উন্নয়নে তিনি বেশ কিছু দাবি তুলে ধরেন।

এ্যাড. মোঃ আব্দুস সালাম খান বলেন, আমি সাতক্ষীরা শ্যামনগরের স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের একজন আইনজীবী। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরো বলেন, আপনারা জানেন, সাতক্ষীরা তথা শ্যামনগর বাংলাদেশের অন্যতম একটা অবহেলিত এলাকা। সড়ক পথে বিশ্ব ঐতিহ্যের অন্যতম ঐতিহ্য সুন্দরবন যেতে হলে একমাত্র সাতক্ষীরার শ্যামনগর দিয়েই যেতে হয়। এজন্য সাতক্ষীরা-শ্যামনগরকে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শহর ঘোষণা করা হোক। একই সাথে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন স্থাপন, দেশের অন্যান্য এলাকার মতো ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া ঢাকা থেকে শ্যামনগরের দূরত্ব বেশি হওয়ায় সুন্দরবনের কাছাকাছি কোন এলাকায় একটি বিমান বন্দর করা হলে দেশী-বিদেশী পর্যটকরা সহজে সুন্দরবনে আসতে পারবে। এতে করে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। 

এ্যাড. সালাম খান আরো বলেন, সাতক্ষীরার মানুষের উন্নত চিকিৎসার জন্য কোন ভালো হাসপাতাল নেই। যে কারণে বিনা চিকিৎসায় অনেক মানুষ অকালে মারা যাচ্ছেন। এজন্য সুন্দরবনের কাছাকাছি কোথাও বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হোক। তাহলে সাতক্ষীরা তথা দক্ষিণাঞ্চলের মানুষেরা উন্নত চিকিৎসা সেবা পাবে আবার সুন্দরবন কেন্দ্রিক পর্যটকের সংখ্যা বেড়ে যাবে। সাতক্ষীরা তথা শ্যামনগর এর মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশ আর্থিকভাবে উপকৃত হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশের অনেক জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। আমরা চাই সাতক্ষীরা জেলায় একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক এবং সেখানে সমুদ্র বিজ্ঞান, ফরেস্ট এবং মৎস্য বিজ্ঞান সম্পর্কে বিশেষ গবেষণা ও কোর্স চালু হোক।

তিনি সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত খারাপ সড়কের কথঅ উল্লেখ করে আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সড়কের এমন বেহাল দশা কেউ আশা করেন না। সাতক্ষীরা-মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ার পাশপাশি শ্যামনগরের অনেক ইউনিয়নে কোন পাকা রাস্তা নেই। সুযোগ পেলে অবহেলিত এই এলাকার অবকাটামোগত উন্নয়নে কাজ মকরতে চাই।

তিনি সাতক্ষীরা থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত এবং শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট উন্নয়নের দাবি জানান।

এ্যাড. আব্দুস সালাম খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে এবং প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কার সমূহ বিএনপি ঘোষিত সংস্কারের বাইরে নয়। আমরা বিশ্বাস করি বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল